কৃষ্ণাষ্টোত্তর শত নামাবলি | 108 Names of Lord Krishna In Bengali

Also Read This In:- English, Gujarati, Hindi, Kannada, Marathi, Malayalam, Odia, Punjabi, Sanskrit, Tamil, Telugu.

কৃষ্ণের নামের অর্থ সংস্কৃতে “কালো” এবং কালো প্রায়ই রহস্যের সাথে যুক্ত। যদি আপনি ভাবছেন যে অষ্টোত্তর মানে কি, “অশোত্তর শতনামাবলি” ঈশ্বরের 108টি নামের একটি সংগ্রহকে বোঝায়।

এটা বিশ্বাস করা হয় যে 108 আধ্যাত্মিক পরিপূর্ণতা নিয়ে আসে এবং জীবনের চক্র শেষ করে। এছাড়াও, শ্রী কৃষ্ণের 108টি নাম পৃথিবী থেকে সূর্য এবং চাঁদের গড় দূরত্বের প্রতিনিধিত্ব করে যা তাদের নিজ নিজ ব্যাসের 108 গুণ বলে মনে করা হয়।

আধুনিক সময়ে, ভারতে এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেবতা হলেন শ্রী কৃষ্ণ, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি কানহাইয়া, শ্যাম, গোপাল, কেশব, দ্বারকেশ বা দ্বারকাধীশ, বাসুদেব ইত্যাদি নামেও পরিচিত।

শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেন। কৃষ্ণ ছিলেন বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান। তিনি 3228 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মথুরায় তাঁর মামা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি যশোদা ও নন্দের দ্বারা গোকুলে প্রতিপালিত হন।

ওঁ শ্রীকৃষ্ণায় নমঃ ।
ওঁ কমলানাথায় নমঃ ।
ওঁ বাসুদেবায় নমঃ ।
ওঁ সনাতনায় নমঃ ।
ওঁ বসুদেবাত্মজায় নমঃ ।
ওঁ পুণ্যায় নমঃ ।
ওঁ লীলামানুষবিগ্রহায় নমঃ ।
ওঁ শ্রীবত্সকৌস্তুভধরায় নমঃ ।
ওঁ য়শোদাবত্সলায় নমঃ ।
ওঁ হরয়ে নমঃ । ১০।

ওঁ চতুর্ভুজাত্তচক্রাসিগদাশঙ্খ্যাদ্যুদায়ুধায় নমঃ ।
ওঁ দেবকীনন্দনায় নমঃ ।
ওঁ শ্রীশায় নমঃ ।
ওঁ নন্দগোপপ্রিয়াত্মজায় নমঃ ।
ওঁ য়মুনাবেগসংহারিণে নমঃ ।
ওঁ বলভদ্রপ্রিয়ানুজায় নমঃ ।
ওঁ পূতনাজীবিতাপহরায় নমঃ ।
ওঁ শকটাসুরভঞ্জনায় নমঃ ।
ওঁ নন্দব্রজজনানন্দিনে নমঃ ।
ওঁ সচ্চিদানন্দবিগ্রহায় নমঃ । ২০।

ওঁ নবনীতবিলিপ্তাঙ্গায় নমঃ ।
ওঁ নবনীতনটায় নমঃ ।
ওঁ অনঘায় নমঃ ।
ওঁ নবনীতলবাহারিণে নমঃ ।
ওঁ মুচুকুন্দপ্রসাদকায় নমঃ ।
ওঁ ষোডশস্ত্রীসহস্রেশায় নমঃ ।
ওঁ ত্রিভঙ্গিনে নমঃ ।
ওঁ মধুরাকৃতয়ে নমঃ ।
ওঁ শুকবাগমৃতাব্ধিন্দবে নমঃ ।
ওঁ গোবিন্দায় নমঃ । ৩০।

ওঁ গোবিদাম্পতয়ে নমঃ ।
ওঁ বত্সবাটীচরায় নমঃ ।
ওঁ অনন্তায় নমঃ ।
ওঁ ধেনুকাসুরভঞ্জনায় নমঃ ।
ওঁ তৃণীকৃততৃণাবর্তায় নমঃ ।
ওঁ য়মলার্জুনভঞ্জনায় নমঃ ।
ওঁ উত্তালতালভেত্রে নমঃ ।
ওঁ তমালশ্যামলাকৃতয়ে নমঃ ।
ওঁ গোপগোপীশ্বরায় নমঃ ।
ওঁ য়োগিনে নমঃ । ৪০।

ওঁ কোটিসূর্যসমপ্রভায় নমঃ ।
ওঁ ইলাপতয়ে নমঃ ।
ওঁ পরঞ্জ্যোতিষে নমঃ ।
ওঁ য়াদবেন্দ্রায় নমঃ ।
ওঁ য়দূদ্বহায় নমঃ ।
ওঁ বনমালিনে নমঃ ।
ওঁ পীতবাসসে নমঃ ।
ওঁ পারিজাতাপহারকায় নমঃ ।
ওঁ গোবর্ধনাচলোদ্ধর্ত্রে নমঃ ।
ওঁ গোপালায় নমঃ । ৫০।

ওঁ সর্বপালকায় নমঃ ।
ওঁ অজায় নমঃ ।
ওঁ নিরঞ্জনায় নমঃ ।
ওঁ কামজনকায় নমঃ ।
ওঁ কঞ্জলোচনায় নমঃ ।
ওঁ মধুঘ্নে নমঃ ।
ওঁ মথুরানাথায় নমঃ ।
ওঁ দ্বারকানায়কায় নমঃ ।
ওঁ বলিনে নমঃ ।
ওঁ বৃন্দাবনান্তসঞ্চারিণে নমঃ । ৬০।

ওঁ তুলসীদামভূষণায় নমঃ ।
ওঁ স্যমন্তকমণের্হর্ত্রে নমঃ ।
ওঁ নরনারায়ণাত্মকায় নমঃ ।
ওঁ কুব্জাকৃষ্টাম্বরধরায় নমঃ ।
ওঁ মায়িনে নমঃ ।
ওঁ পরমপূরুষায় নমঃ ।
ওঁ মুষ্টিকাসুরচাণূরমল্লয়ুদ্ধবিশারদায় নমঃ ।
ওঁ সংসারবৈরিণে নমঃ ।
ওঁ কংসারয়ে নমঃ ।
ওঁ মুরারয়ে নমঃ । ৭০।

ওঁ নরকান্তকায় নমঃ ।
ওঁ অনাদিব্রহ্মচারিণে নমঃ ।
ওঁ কৃষ্ণাব্যসনকর্ষকায় নমঃ ।
ওঁ শিশুপালশিরশ্ছেত্রে নমঃ ।
ওঁ দুর্যোধনকুলান্তকায় নমঃ ।
ওঁ বিদুরাক্রূরবরদায় নমঃ ।
ওঁ বিশ্বরূপপ্রদর্শকায় নমঃ ।
ওঁ সত্যবাচে নমঃ ।
ওঁ সত্যসঙ্কল্পায় নমঃ ।
ওঁ সত্যভামারতায় নমঃ । ৮০।

ওঁ জয়িনে নমঃ ।
ওঁ সুভদ্রাপূর্বজায় নমঃ ।
ওঁ জিষ্ণবে নমঃ ।
ওঁ ভীষ্মমুক্তিপ্রদায়কায় নমঃ ।
ওঁ জগদ্গুরবে নমঃ ।
ওঁ জগন্নাথায় নমঃ ।
ওঁ বেণুনাদবিশারদায় নমঃ ।
ওঁ বৃষভাসুরবিধ্বংসিনে নমঃ ।
ওঁ বাণাসুরকরান্তকায় নমঃ । বাণাসুরবলান্তকায়
(ওঁ বকারয়ে নমঃ ।
ওঁ বাণনাহুকৃতে নমঃ ।)
ওঁ য়ুধিষ্ঠিরপ্রতিষ্ঠাত্রে নমঃ । ৯০।

ওঁ বর্হিবর্হাবতংসকায় নমঃ ।
ওঁ পার্থসারথয়ে নমঃ ।
ওঁ অব্যক্তগীতামৃতমহোদধয়ে নমঃ ।
ওঁ কালীয়ফণিমাণিক্যরঞ্জিতশ্রীপদাম্বুজায় নমঃ ।
ওঁ দামোদরায় নমঃ ।
ওঁ য়জ্ঞভোক্ত্রে নমঃ ।
ওঁ দানবেন্দ্রবিনাশনায় নমঃ ।
ওঁ নারায়ণায় নমঃ ।
ওঁ পরস্মৈ ব্রহ্মণে নমঃ ।
ওঁ পন্নগাশনবাহনায় নমঃ । ১০০।

ওঁ জলক্রীডাসমাসক্তগোপীবস্ত্রাপহারকায় নমঃ ।
ওঁ পুণ্যশ্লোকায় নমঃ ।
ওঁ তীর্থকরায় নমঃ ।
ওঁ বেদবেদ্যায় নমঃ ।
ওঁ দয়ানিধয়ে নমঃ ।
ওঁ সর্বতীর্থাত্মকায় নমঃ ।
ওঁ সর্বগ্রহরূপিণে নমঃ ।
ওঁ পরাত্পরস্মৈ নমঃ । ১০৮।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *