মা কালী আরতি | Maa Kali Aarti In Bengali
Also Read This In:- English, Gujarati, Hindi, Kannada,
অম্বে তু হ্যায় জগদম্বে কালী, জয় দুর্গে খপ্পর ওয়ালি।
ভারতী তোমার জয়গান গেয়েছে, ওহে মা, আমরা সবাই তোমার আরতি করি ||
মা, তোমার ভক্তের ভিড় ভারি।
মা, রাক্ষসের দলে ভেঙ্গে, সিংহে চড়ে ||
তুমি একশত সিংহের চেয়েও শক্তিশালী, দশটি হাত।
হে মা, আসুন আমরা সবাই তোমার আরতি করি ||
এই পৃথিবীতে মা ছেলের সম্পর্ক খুবই পবিত্র।
পুত কপুত শোনা যায় কিন্তু মা শোনেনি কুমতা ||
যিনি সকলের প্রতি করুণা করেন, যিনি অমৃত বর্ষণ করেন ||
হে মা, আমরা সবাই তোমার আরতি করি ||
টাকা-পয়সা ও ধন-সম্পদ চাইবেন না, রূপা বা সোনাও নয়।
মা আমরা তোমার মনের ছোট্ট কোণে চাই ||
যিনি সবার জন্য কষ্ট সৃষ্টি করেন, যিনি লজ্জা রক্ষা করেন।
হে মা, আমরা সবাই তোমার আরতি করি ||
অম্বে তু হ্যায় জগদম্বে কালী, জয় দুর্গে খপ্পর ওয়ালি।
ভারতী তোমার জয়গান গেয়েছে, ওহে মা, আমরা সবাই তোমার আরতি করি ||